আশাশুনির ভাঙ্গন কবলিত থানাঘাটা ভেড়ীবাঁধ রক্ষার চেষ্টা বিফল : আরও ১০ গ্রাম প্লাবিত
আশাশুনি উপজেলার থানাঘাটা ভেড়ীবাঁধটি ভেঙ্গে যাওয়ার পর এলাকাবাসীর সম্মিলিত চেষ্টায় বাঁধ দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। রাতেই বাঁধটি পুনরায় ভেঙ্গে নতুন করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধটি দীর্ঘদিন যাবৎ খুবই জরাজীর্ণ ছিল। গত বছর বাঁধটি ভেঙ্গে গেলে ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিলের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কাজ করে প্রাথমিকভাবে বাঁধটি নির্মান করা হয়। এরপর টেইসই বাঁধ নির্মান করার জন্য সরকার কর্তৃক আট লক্ষ টাকা টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। কিন্তু ঠিকাদার আঃ সালাম ও আঃ মান্নান আজ কাল করে কাজ ফেলে রাখায় নদীর পানির চাপে বাঁধটি ভেঙ্গে যায় শনিবার রাতে। ফলে ৪টি গ্রামসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। হাজার হাজার মানুষ সহায় সম্বল হারিয়ে ওয়াপদা বেড়ী বাঁধের উপর ও সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়। রবিবার বিকালে ভাটা নেমে গেলে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি রক্ষার কাজ শুরু করেন এবং রাত ১২টার দিকে কাজ শেষ হয়। কিন্তু রাতের জোয়ারের পানির চাপে আবারও ভেঙ্গে যায়। এর ফলে থানাঘাটা, মাড়িয়ালা, বিল বকচর, বকচর, ঢালীরচক, পুইজালা, বিল মহিষকুড়, বুড়াখারাটি, নাকতা...
Comments
Post a Comment